হেনা খান (Hena khan)

প্রথম পাতা » জীবনী » হেনা খান (Hena khan)


হেনা খান

জন্ম ৬ মার্চ, ঢাকার সূত্রাপুরে। ফজলুল হক মহিলা কলেজ থেকে এইচএসসি। বাবা মৃত আবদুল জলিল একজন বীরমুক্তিযোদ্ধা । মাতা মৃত রাবেয়া খাতুন। আদি নিবাস বিক্রমপুর শ্রীনগর
ছোটোবেলা থেকেই প্রাগ্রসর চিন্তার সঙ্গে বেড়ে উঠা। তিনি ছড়াও লিখে থাকেন। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বেচ্ছাসেবকের সনদপত্র পায়। কয়েকবার ভারতে গিয়েও লেখা পাঠ করে এবং লাভ করেছেন একাধিক পুরষ্কার। লেখালেখি স্কুল জীবন থেকে। দুই ছেলে ও এক মেয়ের জননী। তিনি একজন সত্যের প্রতিবাদী নারী। সমাজের অসংগতি ও অন্যায়ের বিরুদ্ধে কলম সৈনিক। ‘প্রতিবাদের অগ্নিজল’ তার প্রথম একক গ্রন্থ। তবে যৌথ গ্রন্থ সংখ্যা একাধিক। জোড়া পুলের ভূত তার শিশুতোষ গল্প গ্রন্থ। তিনি লিখে যেতে চান আমরণ ।

তথ্যসূত্র : ২০২৫ সালে প্রকাশিত হেনা খান  রচিত ‘’জোড়া পুলের ভূত’’গ্রন্থ ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ