কবি সুজিৎ কুমার মণ্ডল (জীবনী)
প্রথম পাতা » জীবনী » কবি সুজিৎ কুমার মণ্ডল (জীবনী)
১০ জুন ১৯৭৯ সালের গোপালগঞ্জ জেলার অন্তর্গত মুকসুদপুর উপজেলার মাঝিগাতি গ্রামের ঐতিহ্যবাহী মন্ডল বংশে জন্মগ্রহণ করেন। পিতা মৃত ডাঃ অধীর কুমার মন্ডল এবং মাতা উষা রানী মন্ডল। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি সেজো। কবির খুব অল্প বয়সে মাতৃ বিয়োগ হয়। তাই ছোট বেলা থেকেই মায়ের ভালোবাসা হতে বঞ্চিত। মায়ের ভালোবাসার সাথে আর কিছুই তুলনা করা যায়না কবি তা যথেষ্ট উপলব্ধি করতে পেরেছেন। আর সেই উপলব্ধি থেকেই মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা উৎসর্গ স্বরূপ তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটি মায়ের নামের সাথে মিল রেখে নামকরণ করলেন “ঊষার আলো”। এ গ্রন্থে কবির বিভিন্ন ধরনের চৌষট্টিটি কবিতা রয়েছে কবির লেখার মান অত্যন্ত প্রাঞ্জল, সহজ, সরল এবং দারুণ অর্থবহ ও বাস্তবধর্মী। সাহিত্যে অবদানের জন্য তিনি সুন্দরবন গাঙচিল সাহিত্য সম্মাননা’ ২২ অর্জন করেন।