বারীন মজুমদার(জীবনী)

প্রথম পাতা » জীবনী » বারীন মজুমদার(জীবনী)


বারীন মজুমদার

বারীন মজুমদার যাকে উচ্চাঙ্গ সঙ্গীতের ধারক বলে চিনে সবাই। সঙ্গীত সাধক, সঙ্গীত শাস্ত্রের অধ্যাপক বারীন মজুমদারের জন্ম ১৯২২ খ্রিস্টাব্দের ১৫ ফেব্রুয়ারি পাবনা জেলার রাধানগর গ্রামে জমিদার পরিবারে। পিতা নিথেন্দ্র মজুমদার নামকরা সঙ্গীত শিল্পী। বারীন মজুমদারের প্রথমে সঙ্গীতে হাতেখড়ি পিতামাতার কাছেই। পারিবারিক ঐতিহ্যের কারণেই হয়তো বারীন মজুমদার সঙ্গীতের প্রতি প্রবল আকর্ষণ ও অনুরাগ অনুভব করেন। একটু বড় হয়ে ওঠলে বারীন মজুমদার পশ্চিম লেন কলকাতার বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে ২ বছর, এরপর লক্ষ্মৌ থেকে পাবনায় নিজেদের বাড়িতে ওস্তাদ রুখু নন্দনের কাছে সঙ্গীতে শিক্ষা নেন আরও ২ বছর। ১৯৪৫ খ্রিস্টাব্দে লৌষ্মৌশন এবং এখানকার বিখ্যাত মরিয়ম কলেজ হতে সঙ্গীতের উপর শিক্ষাগুরু করেন এবং ১৯৪৩ খ্রিস্টাব্দে সঙ্গীতবিশারদ পাস করেন। এছাড়াও ব্যক্তিগতভাবে প্রখ্যাত ওস্তাদ হামিদ হোসেন খান, ওস্তাদ খুরশীদ আলী খান সাহেবের কাছ থেকেও প্রায় ৬ বছরসঙ্গীতে জ্ঞান নেন। এরপর ওস্তাদ বিস্ময় লাহিড়ীর কাছে প্রায় ১০ বছর এবং ওস্তাদ ফৈয়াজ খান সাহেবের কাছে আরো ৪ বছর সঙ্গীত শিক্ষায় তালিম নেন। ১৯৫৭ খ্রিস্টাব্দে বারীন মজুমদার ঢাকার বুলবুল ললিতকলা একাডেমিতে উচ্চাঙ্গ সঙ্গীতের শিক্ষক হিসেবে যোগ দেন। সঙ্গীতের জন্য বিশিষ্ট অবদান কল্পে ১৯৬৩ খ্রিস্টাব্দে ঢাকার একমাত্র সঙ্গীত মহাবিদ্যালয়টি তিনিই প্রতিষ্ঠা করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত বিভাগের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হন তিনি। তৎকালে বাংলাদেশে নীরবে নিভৃতে সঙ্গীত সাধনায় আজীবন নিবেদিত ছিলেন, এমন একজন মানুষ হচ্ছেন বারীন মজুমদার। যিনি লেখাপড়ার পাশাপাশি আবশ্যিক বিষয় হিসেবে সঙ্গীতকে বেছে নেন এবং সরিস কলেজ অব মিউজিক থেকে সঙ্গীত বিশারদ পদবী অর্জনের পরও তিনি মনে করতেন যে সঙ্গীতের অনেক কিছুই তিনি জানেন না। ১৯৮৪ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক সঙ্গীত সম্মেলনের প্রধান উদ্যোক্তা ও যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি। এছাড়া বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত সঙ্গীত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং ভূয়সী প্রশংসা অর্জন করতে সক্ষম হন। সঙ্গীতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাকিস্তান সরকার তাকে ১৯৬৯ খ্রিস্টাব্দে ‘সিতারায়ে ইমতিয়াজ’ সম্মাননা প্রদান করেন। ১৯৮৩ খ্রিস্টাব্দে অর্জন করেন একুশে পদক এবং ২০০২ খ্রিস্টাব্দে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন তিনি।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ