শারমিন সুলতানা সুরভি(জীবনী)

প্রথম পাতা » জীবনী » শারমিন সুলতানা সুরভি(জীবনী)


 শারমিন সুলতানা সুরভি

শারমিন সুলতানা সুরভি ১৯৭৯ খ্রিষ্টাব্দের ১২ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি দিনাজপুর। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গণিতে মাস্টার্স করেন। তার মা বেগম দিলারা আখতার আর বাবা শাহ মোঃ নজরুল ইসলাম। বাবা ইঞ্জিনিয়ার ছিলেন। তার মায়ের অনেকগুলো গ্রন্থ প্রকাশিত হয়েছে। মায়ের উৎসাহে তার লেখালেখির শুরু। ‘ভালোবাসার অক্সিজেন’ তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। প্রকৃতির রঙ, রূপ ও বর্ণ তাকে উদ্বেলিত করে। সে খানিক স্বপ্নবিলাসিও বটে। তিনি তিন সন্তানের জননী। তার স্বামী মুহম্মদ মবিন হোসেন খান ব্যাংকে কর্মরত রয়েছেন।

তথ্যসূত্র: .২০২২  সালে প্রকাশিত  ‘ ভালবাসার অক্সিজেন’   গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ