ইমাম হোসেন শিকদার (imam hossain shikdar)

প্রথম পাতা » জীবনী » ইমাম হোসেন শিকদার (imam hossain shikdar)


ইমাম হোসেন শিকদার (imam hossain shikdar)

ইমাম হোসেন শিকদার  জন্ম আনুমানিক ১৯৬৮ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। কবির পৈত্রিক নিবাস চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগার চর থানা ও ছেংগার চর পৌরসভার কেশাইর কান্দি গ্রামে। কবির পিতা মৃত: কালাই মিয়া শিকদার এবং মাতা মৃত: বেগম গোল বানু। কবি ইমাম হোসেন শিকদার মতলব উত্তর উপজেলার ছেংগার চর উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি ছেংগার চর কলেজ থেকে এইচ এস সি এবং ঢাকা সিটি কলেজ থেকে বিএ। কবি ইমাম হোসেন শিকদার ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী ও সর্বদা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। খেলাধুলার প্রতি ছিল তার ভীষণ আগ্রহ। তিনি খুব ভালো ফুটবলারও ছিলেন। বর্তমানে তিনি স্বপরিবার নিয়ে মধ্য রসুলপুর জসীম মার্কেট, পাগলা, ফতুল্লা, নাঃগঞ্জ বাস করেন। তিনি মধ্য রসুলপুর বড় মসজিদের সিঃ সহসভাপতি ও মধ্য রসুলপুর হাফেজিয়া নুরানি মাদ্রাসার সিঃ সহসভাপতি হিসাবে দায়িত্বরত আছেন। কবি ইমাম হোসেন শিকদার এর ১ম যৌথ কাব্যগ্রন্থ “স্বপ্ন কাহন-২”, দ্বিতীয় যৌথ কাব্যগ্রন্থ ” নির্ঘুম প্রহরে”, তৃতীয় যৌথ কাব্যগ্রন্থ “শূন্য দশকের কবি “. চতুর্থ যৌথ কাব্যগ্রন্থ ” আমার ভালো বাসার উঠোনে “, পঞ্চম যৌথ কাব্যগ্রন্থ ” শত কবির শত কবিতা “, ৬ষ্ঠ যৌথ কাব্যগ্রন্থ সময়ের সুর-২ কোথাও কেউ নেই ” ও সপ্তম যৌথ কাব্যগ্রন্থ বাবা মানে বটবৃক্ষ।

তথ্যসূত্র:  ‘বাবা মানে বটবৃক্ষ’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ