মেহেদী হাসান (জীবনী)
প্রথম পাতা » জীবনী » মেহেদী হাসান (জীবনী)
একজন বাংলাভাষী লেখক। এক সময় সাদা কাঁক ছদ্মনামে লিখেছেন। ১৯৯৪ সালে তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। ঐতিহ্যবাহী কে. এম. লতীফ ইনস্টিটিউট থেকে মাধ্যমিক ও মঠবাড়িয়া সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন শেষে বর্তমানে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজে স্নাতকোত্তর অধ্যয়নরত রয়েছেন। পিতা কবির হোসেন ও মাতা আঞ্জুমান আরা বেগমের দুই পুত্র সন্তানের মধ্যে তিনি প্রথম । স্কুল ম্যাগাজিনে কবিতা প্রকাশিত হলে কবি হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশ ও কোলকাতার বিভিন্ন লিটল ম্যাগ সহ নানান সাহিত্য পত্রিকায় তার লেখা ছাপা হয়েছে। এছাড়া বেশ কিছু যৌথকাব্যগ্রন্থে তার কবিতা প্রকাশ হয়েছে। কবিতার পাশাপাশি সাহিত্যের সব বিষয়েই পদচারণের অদম্য প্রয়াসে তিনি এগিয়ে যাচ্ছেন।
তথ্যসূত্র .২০২১ সালে প্রকাশিত লহো মেঘাঞ্জলি গ্রন্থ থেকে সংকলিত।