কাজী হেমায়েত হোসেন(জীবনী)

প্রথম পাতা » জীবনী » কাজী হেমায়েত হোসেন(জীবনী)


কাজী হেমায়েত হোসেন
১৯৬৫ সালের ২০ অক্টোবর নড়াইল সদর জেলার রামচন্দ্রপুর গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতা প্রয়াত কাজী ঈশারত হোসেন, মাতা প্রয়াত কাজী মনোয়ারা হোসেন (লিলি)। ছোট বেলা থেকে তিনি কোন ধরা বাধা নিয়ম পছন্দ করতে না। তদুপরী পিতা মাতার কড়া শাসনে লেখা পড়া শিখতে হয়। লেখা-পড়ার ফাঁকে বাবা মা’র অগোচরে বর্ষা কালে তালের নৌকা বেয়ে দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠে বিচরণ করা এবং প্রাকৃতিক দৃশ্য ও পাক পাখালি দেখা ছিলো তার নিত্যনৈমিত্তিক ব্যাপার। তাছাড়া শীতকালে কলাই, সরিষার মাঠে খেলার সাথীদের নিয়ে খেলা করা ও চৈত্রের খোলা মাঠে নীল আকাশের নীচে ঘুড়ি উড়ানো বড়ই ভালো লাগতো। কবিতা লেখার প্রতি ছাত্র জীবন থেকে বিশেষ ঝোঁক ছিল । বিভিন্ন পত্র পত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়। দৈনিক স্বদেশ বিচিত্রা এবং ত্রৈমাসিক দশ দিগন্ত, মাসিক চয়নিকা ম্যাগাজিনে এ কবির কবিতা স্থান পাই। প্রাকৃতিক দৃশ্যের প্রতি তার নিগুড় ভালোবাসা আছে। তিনি অনুপ্রাস জাতীয় কবি সংগঠনে ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন যাবৎ দায়িত্বে আছেন।
তাছাড়া ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে গুড মর্নিং এ্যাসোসিয়েশন নামে একটি সামাজিক সংগঠনে দীর্ঘদিন যাবৎ অর্থ-সম্পাদক পদে গুরু দায়িত্ব পালন করেন। উলেখ্য যে, স্বাধীনচেতা এ কবি ২০১৮ সালে অনুপ্রাস জাতীয় কবি সংগঠন থেকে ২০২০ সালে কালিহাতী সাহিত্য পরিষদ থেকে এবং ২০২২ সালে কবি আল মাহমুদ স্মরণে বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে সম্মানী ক্রেস্ট প্রাপ্ত হন। প্রেম, ব্যক্তি, যৌতুক, সিগারেট, সমাজ ও যুব সম্প্রাদয় সম্পর্কে কবিতার মাধ্যমে প্রকাশ করেন। কর্ম জীবনে গ্রামীণ ব্যাংক, শক্তি ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট (কোকা কোলা), আজিজ কোপারেটিভ ব্যাংক এবং পরিশেষে গ্রামীণ ট্রাস্টে কর্মরত আছেন।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ