কাজল রায় (জীবন)
প্রথম পাতা » জীবনী » কাজল রায় (জীবন)
কাজল রায় পিতা: সতেন্দ্রনাথ রায়, মাতা: সিন্ধু বালা। তিনি ০২ এপ্রিল ১৯৯৮ সালে দিনাজপুর জেলার পার্বতী- পুর থানার ইন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি ‘ইন্দ্রপুর উচ্চ বিদ্যালয়’ থেকে মাধ্যমিক এবং ‘মন্মথপুর আইডিয়াল ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। বর্তমানে তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত কলেজ — সরকারি শহিদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ’ এ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (ফাইনাল ইয়ার) অধ্যায়নরত রয়েছেন। তার সম্পাদিত যৌথকাব্যগ্রন্থ সমূহ ‘নিদ্রিত নয়ন’, ‘বাসন্তী’, ‘স্বপ্ন আমার কবি হবো’, ‘নিশির রাহী, ‘কাব্যের হাতছানি’, ‘জান্নাত’, ‘স্বপ্নীল কাব্য’ এবং গল্পগ্রন্থ ‘গল্পসল্প’। তিনি তরুণ কবিদের থেকে অন্যতম, তার সাহিত্যের প্রতি অনুরাগী ও স্পৃহা অধিক এবং লেখালেখি করতে খুব ভালোবাসেন। তিনি একজন প্রতিভাবান এবং স্বাধীনচেতা ব্যক্তি। ।