আলীমুল হক (জীবনী)
প্রথম পাতা » জীবনী » আলীমুল হক (জীবনী)
পিতা মোজহারুল হক সাহেব বাংলাদেশ রেলওয়ে মেইল সার্ভিসে জব করতেন । মাতা মাজেদা খাতুন গৃহিনী এবং পরহেজগার মহিলা ছিলেন। চাকুরি সূত্রে পিতাকে ঢাকা, খুলনা, সান্তাহার, ঈশ্বরদী, পার্বতীপুর এবং লালমনিরহাট সহ বিভিন্ন স্থানে থাকতে হয়েছে।
কবির জন্ম বগুড়া জেলার সান্তাহারে, শৈশব অতিবাহিত হয় লারমনিরহাটে। আলীমুল হক লালমনিরহাট রেলওয়ে চিলড্রেন পার্ক হাইস্কুলে ৭ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। অত:পর ঢাকাস্থ তেজগাঁও পলিটেকনিক সরকারী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি, ঢাকা সিটি কলেজ হতে এইচএসসি এবং পরিশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সমাজ কল্যাণে মাষ্টার্স ডিগ্রী অর্জন করেন।
ব্যক্তি জীবনে কবি ব্যবসায়ী। উনার স্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সাংবাদিকতায় স্নাতক (অনার্স) ও মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন এবং ইলেকট্রনিক মিডিয়ার নিউজ প্রেজেন্টার ও স্বনামধন্যা সাংবাদিক। কবি তিন পুত্র সন্তানের জনক ।
তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত ‘ বেলাভূমে স্পর্শ’ গ্রন্থ থেকে সংকলিত।