কাওসার আলম সোহেল (জীবনী)
প্রথম পাতা » জীবনী » কাওসার আলম সোহেল (জীবনী)১৮ জুলাই ১৯৯২ সালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলাধীন পশ্চিম নোয়াদ্দা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মোঃ গিয়াস উদ্দিন ও মাতা রেহানা আক্তারের তিন সন্তানের মধ্যে বড় সন্তান তিনি।
এ ছাড়া প্রথম আলোর একটি ইভেন্টে সারা দেশে মাদক, ইভ টিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করেছি। বর্তমানেও বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন করে যাচ্ছি।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা কাওসার আলম বাংলাদেশের ৬৪ জেলায় টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মাদক, ইভ টিজিং এবং বাল্যবিবাহকে না বলা ও তার বিরুদ্ধে সচেতন করে যাচ্ছেন। তরুণেরা বিভিন্ন স্কুল, কলেজে মাদককে লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে মাদক সেবন না করা এবং মাদককে বর্জন করার এক অভূতপূর্ব সামাজিক আন্দোলন করে যাচ্ছে। পাশাপাশি লাল সবুজ কাজ করছে ইভ টিজিং এবং বাল্যবিবাহের বিরুদ্ধে।
লাল সবুজ উন্নয়ন সংঘের যে লক্ষ্য ও উদ্দেশ্য, সেটি মহৎ। এখানে শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা সংগ্রহ করে সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ার কাজে এগিয়ে এসেছে, যা আমাদের সমাজে বিরল দৃষ্টান্ত। আমি লাল সবুজের সঙ্গে সম্পৃক্ত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। একই সঙ্গে আশা করি, তারা তাদের কার্যক্রম অব্যাহত রাখবে এবং এই মহৎ কার্যক্রমের সুফল সামাজিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রাখবে।
লাল সবুজের সামাজিক আন্দোলনের অভিজ্ঞতায় গ্রন্থমেলায় ‘লাল কার্ড’, ‘আন্দোলন’, ‘অক্সিজেন’, ‘সাহস’ প্রকাশিত হয়েছে।
তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত ‘ শপথ’ গ্রন্থ থেকে সংকলিত।