নাহিদ আহসান (জীবনী)
প্রথম পাতা » জীবনী » নাহিদ আহসান (জীবনী)
জন্ম ও বেড়ে ওঠা রাজধানী ঢাকার মিরপুরে।
অনেকদিন আগে- ব্যস্ত শহরের অলিগলিতে মানবেতর জীবন কাটানো অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের অসহায়ত্ব গভীরভাবে স্পর্শ করে কৈশরের কোমল হৃদয় । মনোযোগ দেয়া হয় মানবসেবায়। ২০১৭ সালে নিজ হাতে প্রতিষ্ঠা করেন সমাজকল্যাণমূলক সংগঠন ‘স্বপ্নদ্রষ্টা’।
সুবক্তা, উপস্থাপক হিসেবেও তিনি সুপরিচিত। উপস্থাপনা করেছেন এটিএন বাংলাসহ বিভিন্ন জায়গায়। তরুণদের দক্ষতা বৃদ্ধি নিয়ে কাজ করছেন পুরোদমে। দক্ষতা বৃদ্ধিমূলক সেশন নিয়েছেন দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে।
তার লেখায় ওঠে আসে সুখ-দুঃখ জমাট বাঁধা জীবনের গল্প, ওঠে আসে গভীর জীবনবোধের কথা। খুব চেনা কোনো জীবনের গল্প বলে চলেন তিনি এবং বলে যেতে চান গোটা জীবন জুড়ে। প্রচণ্ড প্রকৃতিপ্রেমী এই মানুষটা ভালোবাসেন গাছ, পাহাড়, সমুদ্র, আকাশ, মেঘ,পাখি আরও কতো কী!
তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত ‘মেঘজীবনের গল্প’ গ্রন্থ থেকে সংকলিত।