আফিয়া সিদ্দিকা রাঈসা(জীবনী)

প্রথম পাতা » জীবনী » আফিয়া সিদ্দিকা রাঈসা(জীবনী)


 আফিয়া সিদ্দিকা রাঈসা

আফিয়া সিদ্দিকা রাঈসার জন্ম ১৯৯৯ সালের ১৮ সেপ্টেম্বর, ব্রাহ্মণবাড়িয়ার খ্রিস্টান মিশনারি হাসপাতালে। প্রথম লেখাে লখির শুরু তৃতীয় শ্রেণিতে, একটি ছোটগল্প দিয়ে, নাম ছিল দুটো বোন এবং এক ছেলেধরা। এরপর ধীরে ধীরে উপরের শ্রেণিতে উঠতে থাকেন, পড়াশোনার চাপে নিয়মিত লেখা আর হয়ে ওঠে না। তবে সময়ে অসময়ে স্কুলের ম্যাগাজিনে, র‍্যাগ ডে উপলক্ষ্যে, কারো জন্মদিনে শুভেচ্ছা হিসেবে বা নিজের দিনপঞ্জিতে টুকটুক করে অনেক কিছুই লিখতেন। সেখান থেকে কিছুটা বিস্ময়ে আবিষ্কার করেন, শব্দের ভাব, ছন্দ, তাল নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা আঁকিঝুঁকি করতে বেশই লাগে। তবে লেখালেখিতে নিয়মিত হন বিশ্ববিদ্যালয়ে এসে। পড়ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পুরকৌশল বিভাগে, ৩য় বর্ষে। এইচএসসি ও এসএসসি পাশ করেন ঢাকার স্বনামধন্য দুই প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন কলেজ ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে। লেখালেখি ছাড়াও ভালোবাসেন আবৃত্তি, থিয়েটার, টাইপোগ্রাফি, অ্যাম্বিগ্রাম। যুক্ত আছেন বেশ কিছু সামাজিক কর্মকাণ্ডের সাথে। বর্তমানে বুয়েট সাহিত্য সংসদে সহ সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন। ২০২০ সালে Team Platform এবং মিউজিক ব্যান্ড AVASH আয়োজিত লিরিক হান্ট প্রতিযোগিতায় তাঁর লেখা লিরিক প্রায় ৩ হাজার লিরিক্সের মধ্যে সেরা ৫০ এ জায়গা করে নিয়েছিল। জাতীয় দৈনিক প্রথম আলোতে বেশ কয়েকবার তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বুয়েট সাহিত্য সংসদ আয়োজিত Lit Fest প্রতিযোগিতায় কবিতা বিভাগে পেয়েছেন পুরস্কার। সাহিত্য পত্রিকা আড়ম্বর আয়োজিত প্রতিযোগিতায় তাঁর লেখা কবিতা ছিল প্রথম স্থানে। অন্য কাব্যগ্রন্থ— ইচ্ছেঘুড়ির বৃষ্টিবিলাস (২০২২)।

তথ্যসূত্র .২০২৩ সালে প্রকাশিত  মেরুন রঙের উল্লাসে গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ