সাইফ সুমন(জীবনী)

প্রথম পাতা » জীবনী » সাইফ সুমন(জীবনী)


 সাইফ সুমন

প্রথাবিরোধী কবি সাইফ সুমনের জন্ম মাগুরা জেলার শালিখা থানার নবগঙ্গা তীরবর্তী মনোখালী গ্রামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে বর্তমানে বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডারে কর্মরত আছেন। কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘বিষণ্ন বীণা’ । কবির উল্লেখযোগ্য সাহিত্যকর্ম : কাব্যগ্রন্থ : যে নরকে আমার বাস, ব্যথার বাদ্য, বিক্ষুব্ধ বলাকা, বিধুর বেহালা, ঢাকা, বিধুর বেহালা, বিষণ্ণ বীণা। উপন্যাস : অন্ধ আয়না, পরকীয়ানামা,মামনি। প্রবন্ধ গ্রন্থ: নিরুত্তর প্রশ্নমালা শিশুতোষ গ্রন্থ: জীবনের ধারাপাত।

তথ্যসূত্র .২০২৩ সালে প্রকাশিত  যে নরকে আমার বাস  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ