ইসমত আরা জুলী(জীবনী)

প্রথম পাতা » জীবনী » ইসমত আরা জুলী(জীবনী)


 ইসমত আরা জুলী

ইসমত আরা জুলী সাহিত্যের অনেকগুলো শাখায় কাজ করে যাচ্ছেন। এরমধ্যে রয়েছে কবিতা, ছোটগল্প ও অনুবাদ সাহিত্য। ২০১৭ ও ২০১৮ সালের অমর একুশে গ্রন্থমেলায় তাঁর তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। গত কয়েকবছর ধরে তিনি পত্র-পত্রিকায় নিয়মিতভাবে ফিচার, সাহিত্য সমালোচনা ও ছোটগল্প লিখছেন। স্কুলজীবন থেকে লেখালেখির শুরু। শিক্ষাজীবন কেটেছে অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি কলেজে এবং এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স করেছেন, ইংরেজি ভাষাতত্ত্বে মাস্টার্স করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠান ঘোষণা ও সংবাদ পাঠ করেছেন। দীর্ঘদিন। বর্তমানে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে বাংলা সংবাদ পাঠক হিসেবে কাজ করছেন। এছাড়াও উপস্থাপনা ও আবৃত্তিতে তাঁর সরব পদচারণা রয়েছে। বেশ কয়েকটি ডকুমেন্টরিতেও ধারাবর্ণনা করেছেন। সঙ্গীত চর্চা করছেন, সঙ্গীতশিল্পী হিসেবে মঞ্চ ও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন নিয়মিত। কর্মজীবনে দুটি বেসরকারি ব্যাংকে কাজ করেছেন অনেক বছর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ও প্রশাসনের সাথেও যুক্ত ছিলেন। বর্তমানে তিনি একটি প্রকাশনা সংস্থার সাথে কাজ করছেন । তাঁর গ্রামের বাড়ি মুন্সিপাড়া, উত্তর কাট্টলী, চট্টগ্রাম । তিনি পিতামাতার দ্বিতীয় সন্তান। পিতা প্রয়াত সাইফুদ্দীন খালেদ ছিলেন একজন স্বনামধন্য ব্যাংক কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, কলাম লেখক ও সমাজসেবক। মাতা প্রয়াত আনজুমান আরা খালেদ ছিলেন একজন গৃহিনী। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। স্বামী শাহিদ সিদ্দিক একজন বিশিষ্ট মানবসম্পদ বিশেষজ্ঞ। অবসর কাটে বই পড়ে, গান শুনে ও চলচ্চিত্র দেখে। ভ্রমণের শখও প্রবল, বেড়িয়েছেন এশিয়া ও ইউরোপের অনেকগুলো দেশে।




আর্কাইভ