ড. জাহারাবী রিপন

প্রথম পাতা » জীবনী » ড. জাহারাবী রিপন


আবিদুর ড. জাহারাবী রিপন

ড. জাহারাবী রিপন নাট্যকার ও গবেষক। জন্ম ৩০ এপ্রিল ১৯৬৯- সরিষাবাড়ী, জামালপুর। প্রাণিপুষ্টিবিদ্যায় এম. এস. নাটক ও নাট্যতত্ত্বে পিএইচডি ।গবেষণা তত্ত্বাবধায়ক - যথাক্রমে প্রফেসর আবিদুর  রেজা ও নাট্যকার সেলিম আল দীন। সরকারি গবেষণা প্রতিষ্ঠানে বৈজ্ঞানিক ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানে পরিচালক ও প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন। বর্তমানে ঢাকাস্থ তেজগাঁও কলেজে থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে শিক্ষকতা পেশায় নিয়োজিত। নাট্যকার জাহারাবী রিপন রচিত ও নির্দেশিত নাটকগুলো বিশেষ রীতি ও বৈশিষ্ট্যমণ্ডিত। নাট্যকারের গবেষণামূলক অন্যান্য প্রবন্ধে পাণ্ডিত্য ও বিদগ্ধতার লক্ষণ সুস্পষ্ট। সমকালীন বাংলা নাটকের সমৃদ্ধি এবং নতুন রীতি-বৈশিষ্ট্য নির্মাণে ব্রতী এই নাট্যকার।

তথ্যসূত্র: . ২০২১  সালে প্রকাশিত  ‘সুকন্যা সুলভা সুপ্রভা” গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ