বি.এম.এরশাদ
প্রথম পাতা » জীবনী » বি.এম.এরশাদ
পিতা- সাহিদুল ইসলাম (বাদশা)। মাগুরা জেলার কমলাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম । পেশাগত দায়িত্ব পালনে একটা রিয়েলষ্টেট কোম্পানীতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত। বনলতাসেন রিচার্জ ফাউন্ডেশন কর্তৃক এ্যাওয়ার্ড ২০১৪ । আর্ন্তজাতিক মানের সেচ্ছাসেবক সংগঠন ময়ূরপঙ্খী ফাউন্ডেশন সাহিত্য এ্যাওয়ার্ড ২০১৯সহ বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবক সংগঠনের পুরস্কার অর্জন করেছেন।
ব্যক্তিগত জীবনে একজন নাট্যভিনেতা, সমাজ সেবক, পরোপকারী, সেবা পরায়ণ সংগঠক। মাতৃভূমি সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং কমলাপুর কলেজ পাড়া স্বপ্নীল যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ।
ভ্রমণ, কবিতা আবৃতি ও লেখালেখি লেখকের শখ । যা দেখতে চাই- দিগন্ত পেরিয়ে ভোরের নতুন সূর্য্য। বিশ্বময় শান্তি ও দারিদ্র্য আর ক্ষুধা মুক্ত
বাংলাদেশ ।
লেখকের প্রকাশিত গ্ৰন্থ সমূহ ■ নীল খাম নীল চিঠি ।-কাব্য ■ আমি চলে যাব-কাব্য ■ কাঁচের চুড়ি উপন্যাস ■ অসম প্ৰেম-উপন্যাস ■ তোমারই জন্য-উপন্যাস ■ হৃদয়-উপন্যাস
■ তবুও তুমি-উপন্যাস
■ চলো হারিয়ে যাই-উপন্যাস প্রকাশিতব্য গ্রন্থ :
■ বৃষ্টির চোখে জল
■ জীবনের গল্প
■ ভালোবেসে কী পেলাম
তথ্যসূত্র: .২০২০ সালে প্রকাশিত ‘ তবুও সে বউ’ গ্রন্থ থেকে সংকলিত।