ড. আহমেদ সুমন

প্রথম পাতা » জীবনী » ড. আহমেদ সুমন


 ড. আহমেদ সুমন

প্রকৃত নাম মোহাম্মদ মহিউদ্দিন। আহমেদ সুমন নামে তিনি সমধিক পরিচিত। গবেষক ও বিশ্লেষক আহমেদ সুমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর, ইতিহাস বিভাগ থেকে এমফিল এবং সরকার ও রাজনীতি বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এখনও সমসাময়িক রাজনৈতিক ইস্যু ও গণমাধ্যম নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কলাম লিখেন। তিনি বাংলাদেশে আসা বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, যা প্রকাশিত হয় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় ।
ড. আহমেদ সুমনের পিএইচডি অভিসন্দর্ভ ‘বাংলাদেশের রাজনৈতিক দল প্রসঙ্গে অনুসন্ধানী সাংবাদিকতা : ২০০৯-২০১৩’, এমফিল অভিসন্দর্ভ ‘সাংবাদিকতা ও স্থানীয় পর্যায়ের উন্নয়নমূলক সংবাদ’, এছাড়া ‘সমাজ সংস্কৃতি ও রাজনীতি’, ‘সমসাময়িক বিশ্ব রাজনীতি’, ‘নির্বাচিত আলাপচারিতা’ গ্রন্থগুলো প্রকাশিত হওয়ার পথে। ২০২১ সালের বইমেলায় অন্বেষা প্রকাশন থেকে ‘জনসংযোগ : তত্ত্ব ও প্রয়োগ’ শিরোনামে প্রকাশিত তাঁর প্রথম গ্রন্থ প্রকাশিত হয়। বর্তমান গ্রন্থটি তাঁর দ্বিতীয় প্রকাশনা ।

তথ্যসূত্র .২০২২  সালে প্রকাশিত সাংবাদ  ও  ‘সাংবাদিকতা   গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ