সুলতান আহমেদ এডভোকেট
প্রথম পাতা » জীবনী » সুলতান আহমেদ এডভোকেট
জন্ম তারিখ: ২০শে জানুয়ারি ১৯৭০ইং । নেত্রকোনা জেলার সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়নের রায়দুম রুহী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতা : মরহুম হাজী আব্দুল হেকিম তালুকদার । মাতা : মরহুমা হাজী নুরুন্নাহার বেগম । শিক্ষাজীবন :
এস.এস.সি-দুর্গাশ্রম উচ্চ বিদ্যালয়, আটপাড়া, নেত্রকোনা ।
এইচ.এস.সি-নেত্রকোনা সরকারী কলেজ, নেত্রকোনা ।
বি.এ (পাস)- আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ।
এম.এস.এস বিশ্ববিদ্যালয় ।
(সমাজ বিজ্ঞান)-ঢাকা
এল.এল.বি-বাংলাদেশ ল’ কলেজ ঢাকা । ২০০০ইং সাল হইতে ঢাকা জর্জ কোর্টে আইনজীবী হিসেবে কর্মরত।
স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে খেলাধুলা, মঞ্চনাটকসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
শখ : বই পড়া এবং গান শোনা ।
পছন্দের ব্যক্তিত্ব : (প্রথমত) মহানবী হযরত মুহাম্মদ (সা:)।
(দ্বিতীয়ত)-আমার শ্রদ্ধাভাজন মরহুম
মা-বাবা।
তথ্যসূত্র .২০২১ সালে প্রকাশিত জাগ্রত হোক বিবেকের ঘুম গ্রন্থ থেকে সংকলিত।