তাহরিমা আলম কেয়া
প্রথম পাতা » জীবনী » তাহরিমা আলম কেয়াবাংলা সাহিত্যের ছাত্রী তাহরিমা আলম কেয়া কুষ্টিয়া সরকারি কলেজ থেকে অনার্স ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম. এ এবং যশোর টি, টি কলেজ থেকে বি. এড ডিগ্রী অর্জন করেন। জন্ম নেন ২৮ ডিসেম্বর খুলনা শহরের মুন্সী পাড়ায়। বেড়ে ওঠেন কোটচাঁদপুরে। প্রথমে বেসরকারী কলেজের শিক্ষিকা ও পরে প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন এই প্রধান শিক্ষিকা বাবার বাড়ি কোটচাঁদপুর থেকে শ্বশুর বাড়ি জীবননগরের মিনাজপুর গ্রামে যাবার পরবর্তীতে জীবনের অধিকাংশ সময় পার করেছেন কুষ্টিয়া ও রাজধানী ঢাকা শহরে। তীব্র সংসারী হওয়ার কারণে শিক্ষিকার পদ থেকে স্বেচ্ছা নির্বাসিত হয়ে বেছেনেন সংসারকেই। বর্তমানে স্বামী জনাব এস.এম বদরুল আলম (ডেপুটি ডিরেক্টর–অডিট, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন) ছেলে তন্ময় নাঈম, বৌমা মৌ নাঈম কে নিয়ে মিরপুর ৬০ ফিটে বসবাস করছেন। এরই মাঝে এক পশলা বৃষ্টি হয়ে ‘ঢেউ’ নামের একটি ফুটফুটে শিশু এসেছে পরিবারটিতে। দাদীকে তার হাজারো প্রশ্ন? ঢেউ এর এলোমেলো পদক্ষেপের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতে থাকতে কবির মনের গহীনে চলে তাঁর ‘ছোট্ট বেলার খোঁজ’। কিশোর পত্রিকা ‘নবারুণ’ সহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ও প্রশংসিত হয়েছে তাঁর বেশ কিছু কবিতা।
Assosiation of Bangladesh China Alumni আয়োজিত ABCA International Mother Language Day Cultural Event 2021 এর Self Composed Poem এর মূল শাখায় তাঁর কবিতা A ক্র্যাটাগরীতে পুরস্কিত হয়েছে।
তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত ’এক পশলা বৃষ্টি’ গ্রন্থ থেকে সংকলিত।