চিন্ময় রায় চৌধুরী
প্রথম পাতা » জীবনী » চিন্ময় রায় চৌধুরী
চিন্ময় রায় চৌধুরীযুক্তরাষ্ট্র প্রবাসী একজন বাংলাদেশী। ছোটবেলা থেকে বাংলাগান-কবিতা ও ছড়ার প্রতিতার-বিশেষ কৌতূহল ও অনুরাগ সৃষ্টি হয় । পূণ্যের পবিত্র “তীর্থ বিল বরষার” এমনি এক বিলের একটি ঐতিহ্যশালী এবং প্রভাবশালী পরিবারে তার জন্ম হয় । বাংলার পানা জল, খাস, গাছ, বিলবাওর, নদী, খাল এবং এসবের মুগ্ধ করা সৌন্দর্য্য এবং ধ্বংসকারী রূঢ় বাস্তবতা তার বেড়ে ওঠার ঘনিষ্টতম সহচর । ডাহুক-বক, দোয়েল, কোকিল, মাছরাঙ্গা ইত্যাদি হরেক রকম পাখীদের কলকাকলিতে গ্রাম বাংলার যে অমৃতময় পরিম-ল তা তাকে প্রভাবিত করে, প্রাণে সঙ্গীতের প্রতি আকর্ষণ সৃষ্টি করেছে। কলমি, কচুরী, শাপলা সাথে নাম না জানা আরো হাজার বনফুলের সীমাহীন সম্ভার তার হৃদয়ে মৌলিক সৌন্দর্যের রূপ ও শোভা নির্ণয়ে স্থায়ী প্রভাব বিস্তার করেছে। প্রকৃতির প্রগাঢ় রূপ লাবণ্যে পরিবেষ্টিত বাংলা মায়ের স্নেহাচলে লালিত হয়ে তার মনে বাংলা ভাষা, বাঙ্গালী ও বাংলাদেশের প্রতি সুগভীর আনুগত্য তথা ভালবাসা সৃষ্টি হয়েছে। বরিশাল জেলা উজিরপুর থানার রাজাপুর গ্রামে তার জন্ম ।চিন্ময় রায় চৌধুরীর এ যাবৎ প্রকাশিত গ্রন্থসমূহের নাম যথাক্রমে ‘ছড়ায় ছড়ায় ঐতিহ্য’ ‘সমাদৃতা’ (কবিতা সংগ্রহ, ) ‘পরীর দেশে ওরা’ (ছোটদের গল্প) ‘সময়ের সাগর তীরে’ (উপন্যাস), ‘ছড়িয়ে ছড়া ছড়াই আলো’, শান্তি চাই ও পেটুক ভূতের ছড়া ইত্যাদি । তার লেখা 3 সুরকরা গানের গানের তিনটি এ্যালবাম রয়েছে যার নাম যথাক্রমে— ‘একুশ থেকে বিজয়’, ‘স্মৃতির বাগিচায়’ এবং ‘বিধাতার ক্লেশ’ । চিন্ময় রায় চৌধুরী ১৯৯৫ সালে Famous Poet’s Society Holly-wood থেকে ইংরেজি কবিতায় “Diamond Homer” পুরস্কার লাভ করেছেন । এছাড়া National Library of Poetry New York থেকে ইংরেজি কবিতা লেখার প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে পুরস্কৃত হন ।