কর্নেল ডা. নাজমা বেগম নাজু

প্রথম পাতা » জীবনী » কর্নেল ডা. নাজমা বেগম নাজু


কর্নেল ডা. নাজমা বেগম নাজু

পেশায় মিলিটারি চিকিৎসক । মন গভীরের ইচ্ছে আর আনন্দটাকে কলমের ডগায় এনে নিরন্তর লিখেন তিনি। লিখেন নিতান্তই খেয়ালের বশে । খেয়ালের ডানায় ভর করে উড়ে গেছে খেয়ালী সময় যত। এমন করেই সময়ের হিসেবে জমা হয়েছে অর্ধশতাধিক প্রকাশিত গ্রন্থাবলি তার । পেয়েছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার । ড. মুহম্মদ শহীদুল্লাহ পদক, মাদার তেরেসা পদক, জাতীয় মানবাধিকার পদক, লেখক সাংবাদিক ঐক্য ফাউন্ডেশন পদক, সেনা পারদর্শিতা পদক, জগসিৎ সিং পদক, বেগম সুফিয়া কামাল পদক তার মধ্যে উল্লেখযোগ্য । তার হৃদয় অতলের অনেকটাই জুড়ে থাকে ফুলের মতো দেবশিশুদের কল্পরাজ্য । শিশুদের ভালোবেসে তাদের মতো করেই লিখেন তাদের মনের কথাগুলো । যেখানে ফুলের গন্ধে বুক ভরাতে পরিরা আসে আর দূরের বাতাস সাত সমুদ্র তের নদীর গল্প শোনায় রোজ ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ