ডরিন আহম্মেদ

প্রথম পাতা » জীবনী » ডরিন আহম্মেদ


 ডরিন আহম্মেদ

ডরিন আহম্মেদ ছোটবেলা থেকেই বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন। আবৃত্তি ও উপস্থাপনায় বিশেষ ভালোবাসা। অর্জন করেছেন সম্মাননা-স্মারক। নানা প্রয়াত প্রবীণ সাহিত্যিক মফিজ-উল-হক ও মায়ের অনুপ্রেরণায় সাহিত্য চর্চার হাতেখড়ি । জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৭৭। শৈশব কেটেছে টাঙ্গাইলের আকুরটাকুর পাড়ায়। বাবা সৈয়দ আব্দুল্লাহেল ওয়াছেক ছিলেন আইনজীবী । মা প্রয়াত নূরমহল বেগম বিন্দুবাসিনী স্কুলের শিক্ষিকা। মায়ের শিক্ষকতার স্কুলে ও কুমুদিনী কলেজ পাঠ শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে এমএসসি করেন। বর্তমানে কোডা কলেজে সহকারী অধ্যাপক । স্বামী এমরান আহম্মেদ ও দুই সন্তান আফরা ও ঈশপকে নিয়ে ঢাকার বনশ্রীতে তাঁর শান্তির ভুবন। ‘সমুদ্রে জোছনার ঢেউ’ তাঁর প্রথম উপন্যাস ।

তথ্যসূত্র: .২০২০  সালে প্রকাশিত  ‘’সমুদ্রে জোছনার ঢেউ”  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ