অধ্যক্ষ রওশন আকতার বাবলী

প্রথম পাতা » জীবনী » অধ্যক্ষ রওশন আকতার বাবলী


অধ্যক্ষ রওশন আকতার বাবলী

পিতা : মরহুম খুরশিদ আলী
মাতা : মরহুমা হাছিনা বেগম
স্বামী
: ইঞ্জিনিয়ার মিসবাহউদ্দিন খান (সিভিল) বুয়েট
জন্মস্থান : ঢাকা
শিক্ষা
বি, এ অনার্স (সাধারন ইতিহাস), এম, এ -ঢাকা বিশ্ববিদ্যালয়।
সন্তান : ১ পুত্র ও ১ কন্যা
পুত্র   ঃ: তাইমুর খান। বি,বি,এ এবং এম, বি, এ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা
কন্যা  ঃ : হুমায়রা তানজিলা। বি, বি, এ, আই, ইউ, বি, ঢাকা, এম এস, সি মোনাস ইউনিভার্সিটি, মালয়শিয়া

বাবলী খানের কর্মজীবন
প্রতিষ্ঠাতা: খুরশিদ আলী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, ঝিগাতলা, ঢাকা; খুরশিদ এন্ড হাছিনা একাডেমী, নিকুঞ্জ-১, ঢাকা; চেয়ারম্যান: হর্নেট ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস লিমিটেড, ঢাকা; “নন্দিনী সাহিত্য ও পাঠচক্র”র জীবন সদস্য এবং যুগ্ম সম্পাদক, ঢাকা; অন্যধারা সাহিত্য অংগনের জীবন সদস্য, ঢাকা; ঢাকা গুলশান ডিপ্লোমেটিক স্পাউজের জীবন সদস্য ; ওমেন ইন্টারপেনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, ঢাকা, (WEAB) নির্বাচিত সদস্য; বঙ্গ নিউজ, পরিচালিত “মানবিক পৃথিবী গড়ি” প্রতিষ্ঠানের পরিচালক, ঢাকা ।

তথ্যসূত্র: .২০২১  সালে প্রকাশিত  ‘বিষণ্ণ পৃথিবী’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ