কোহিনূর রহমান

প্রথম পাতা » জীবনী » কোহিনূর রহমান


কোহিনূর রহমান

কোহিনূর রহমান, ১লা ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাঘাদাঁড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা কৃষিবিদ জালাল উদ্দিন আহমেদ ও মাতা ফাতেমা জালাল । পাঁচ ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। তিনি আহাম্মদাবাদ (বহুমুখি) উচ্চ বিদ্যালয় ত্রিশাল (ময়মনসিংহ) এবং গফর গাঁও সরকারি কলেজে পড়াশোনা করেছেন।
কবি কিশোরী বয়সে রক্ষণশীল পরিবারের বঁধু হওয়া সত্ত্বেও বাংলা সাহিত্য চর্চা চালিয়ে যান। তিনি শিক্ষকতা পেশায় সরকারি নিয়োগ পাওয়ার পরও স্ব ইচ্ছায় তা পরিত্যাগ করেন। তিনি মাত্র তিন বৎসর যাবৎ শখ করে গল্প, কবিতা, গান, গজল, ছড়া, রম্যরচনা, ভ্রমণকাহি নী ও উপন্যাস লেখা শুরু করেন। ছোটবেলা থেকেই দেশিবেদেশি বিভিন্ন লেখকের প্রচুর বই পড়তেন। তা থেকেই লেখায় হাতেখড়ি। লেখালেখি করে তিনি বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বেশ কিছু অনলাইন গ্রুপ থেকে সম্মাননা পেয়েছেন। তিনি এখন অনলাইন পোর্টালে নিয়মিত লেখালেখি করেন।
দাম্পত্য জীবনে স্বামী সংসার নিয়ে তিনি সুখি । এমনকি তিন সন্তানের গর্বিত জননী । তিনি খুবই প্রকৃতিপ্রেমি। তার সৃষ্টিতে তা বিশেষভাবে লক্ষ্যণীয়। গ্রামের অল্প আয়ের সাদামাটা মানুষ ও গরীব দুঃখীদের পাশে দাঁড়াতে পছন্দ করেন। বর্তমানে ময়মনসিংহের কাঁচিঝুলিতে স্থায়ীভাবে বসবাসরত। তিনি সমাজে নিরঅহংকারী, প্রাণবন্ত সাদামনের সহজ সরল মানুষ হিসেবে বিশেষভাবে পরিচিত।
প্রকাশিত কাব্যগ্রন্থ (৭টি যৌথ) : নীহারিকা, কারিগর, আমি কবি নই শব্দ শ্রমিক, পয়মন্ত প্রথমা, বায়ান্ন থেকে একাত্তর, শত নক্ষত্রের কাব্য, ধূলিময় শহর। প্রকাশিত ছোটগল্প (১টি যৌথ) : নক্ষত্রের শত গল্প (২০২১)। প্রকাশিত উপন্যাস (১টি) : মেঘে ঢাকা চাঁদ (২০২১)। নানাবিধ রসবোধের ২৪টি ছোটগল্প নিয়ে প্রকাশিত গ্রন্থ : প্রেম ফুল (২০২১)

 তথ্যসূত্র: ২০২২ সালে প্রকাশিত  ‘মন গহীন’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ