মুহাম্মদ হোসাইন উদ্দিন

প্রথম পাতা » জীবনী » মুহাম্মদ হোসাইন উদ্দিন


 মুহাম্মদ হোসাইন উদ্দিন

মুহাম্মদ হোসাইন উদ্দিন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার নোয়াগাঁও গ্রামে পহেলা মার্চ ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন। পিতা সুলতান আহমদ, মাতা শামসুন্নাহার।
শিক্ষাজীবনে তিনি ১৯৯৪ সালে দাখিল, ১৯৯৬ সালে আলিম, ১৯৯৮ সালে ফাজিল, ২০০০ সালে কামিল কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। একই সাথে তিনি ইসলামের ইতিহাসে ২০০০ সালে বিএ(সম্মান) ও ২০০২ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন এবং খান বাহাদুর আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে। ২০১০ ও ২০১৪ সালে যথাক্রমে বি এড এম এড সম্পন্ন করেন।
তিনি প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জাবাল-ই নূর দাখিল মাদ্রাসা। সহকারী সেক্রেটারি জাবাল-ই নূর ফাউন্ডেশন। সেই সাথে ধর্ম বিষয়ক সম্পাদক, সাভার সিটিজেন ক্লাব।
লেখালেখির অভ্যাস ছাত্র জীবন থেকেই। এ পর্যন্ত ৫০০টির অধিক কবিতা লিখেছেন যা বিভিন্ন অনলাইন, জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে।
এছাড়াও তিনি একাধিক সামাজিক কার্যক্রম এর সাথে জড়িত।


তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত  ‘সমাচার’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ