রূপক কুমার রক্ষিত
প্রথম পাতা » জীবনী » রূপক কুমার রক্ষিত১৯৬৯ সালের ১৯ শে ডিসেম্বর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলাধীন জোয়ারা গ্রামের ঐতিহ্যবাহী রক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রয়াত শিক্ষক কৃষ্ণ প্রসাদ রক্ষিত এবং মুকুল রক্ষিতের দ্বিতীয় সন্তান । তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে গণিতে এম.এসসি পাশ করেন। পরবর্তীকালে বঙ্গবন্ধু ল’টেম্পল থেকে এলএলবি ডিগ্রি ও ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ডিআইবিবি অর্জন করেন। তিনি পেশায় একজন ব্যাংকার। বর্তমানে একটি ব্যাংকে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে কর্মরত আছেন। তিনি সাহিত্য-সংস্কৃতি বিষয়ক বিভিন্ন সংগঠনে সম্পৃক্ত রয়েছেন। কবি ও প্রাবন্ধিক হিসেবে তিনি সকলের কাছে সমাদৃত ।
‘হে প্রিয় তুমি’ রূপক কুমার রক্ষিতের প্রথম কাব্যগ্রন্থ ।