নারায়ণ বিশ্বাস

প্রথম পাতা » জীবনী » নারায়ণ বিশ্বাস


 নারায়ণ বিশ্বাস

জন্ম তারিখ : ৩১ ডিসেম্বর ১৯৫৯ খ্রি.। মাতা : স্বর্নময়ী বিশ্বাস। পিতা : কৈলাস চন্দ্র বিশ্বাস। গ্রাম: ইতনা, ডাকঘর : ইতনা, ৭৫১২ উপজেলা : লোহাগড়া, জেলা : নড়াইল। স্ত্রী : সন্ধ্যা বিশ্বাস, জ্যেষ্ঠ কন্যা : সঞ্চারী বিশ্বাস, বি,এ (অনার্স) এম,এ (বাংলা) জাতীয় বিশ্ববিদ্যালয়। কনিষ্ঠা কন্যা : অন্তরা বিশ্বাস, বি, এ (অনার্স) এম, এ (অর্থনীতি) প্রথম শ্রেনী, ইসলামিক বিশ্ববিদ্যালয়। পুত্র : অরিন্দম উৎস বিশ্বাস, বি,এ (অনার্স) ইতিহাস, বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

রচিত কবিতার সংখ্যা পাঁচ’শ এর অধিক যা বিভিন্ন পত্র-পত্রিকায় ইতোপূর্বে প্রকাশিত হয়েছে। দুই শতাধিক আধুনিক, পল্লীগীতি, দেশাত্মবোধক ও শ্যামা সঙ্গীতের রচয়িতা। ২৪ নভেম্বর ১৯৯৩ দুইদিন ব্যাপি চিত্রকর নারায়ণ বিশ্বাস ও চিত্রকর এস এম আলী আজগর রাজার যৌথ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান। যৌথ চিত্র প্রদর্শনী করেন চারটি।

প্রকাশিত গ্রন্থঃ-
* “চিত্রা ও মধুমতি পারের কথা’ (কাব্যগ্রন্থ)
* “মা’ (কাব্যগ্রন্থ)
* সবুজ লালে উইপোকা (উপন্যাস)
* পাপের শাস্তি (উপন্যাস)
* স্বপ্নের এক সকাল (কাব্যগ্রন্থ)
* টক মিষ্টি ঝাল নোনতা (কাব্যগ্রন্থ)

তথ্যসূত্র: .২০২২  সালে প্রকাশিত  ‘পাপের শাস্তি’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ