ডা: আব্দুল হাকিম

প্রথম পাতা » জীবনী » ডা: আব্দুল হাকিম


ডা: আব্দুল হাকিম

১৯৭৯ সালের ২৯ জানুয়ারি, কুমিল্লা জেলার, মুরাদনগর থানায় পুটিয়াঝুরি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মৃত আব্দুল লতিফ, মাতা মৃত মনোয়ারা বেগম। চার ভাই-বোনের মধ্যে কবির অবস্থান তৃতীয় পিতার চাকরিসূত্রে পার্বত্যঘেরা রাঙ্গামাটি জেলার কাপ্তাই নামক স্থানে কবির শৈশব-কৈশোর অতিবাহিত । কবি ১৯৯৫ সালে কাপ্তাই উচ্চ বিদ্যালয় হতে স্টার মার্কসসহ এসএসসি, বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা হতে প্রথম বিভাগে এইচএসসি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ডিভিএম স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর ২০০৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে ফার্মাকোলজি বিভাগ হতে স্নাতকোত্তর, অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর 3 বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট হতে জিপিএ ৪-সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে ফার্মাসিউটিক্যালসের প্রোডাক্ট ম্যানেজমেন্ট দিয়ে চাকরি শুরু, এরপর ব্র্যাক, পিকেএসএফসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাফল্যের সাথে কাজ করে আসছেন। কবি বর্তমানে ঢাকা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ডিজি ফিড ও ডিবিএইচএল-এ টেকনিক্যাল হেড ও ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ-বিমূর্ত হিয়ার বাস ২০১৫ সালের একুশে বইমেলায় শোভা প্রকাশ হতে প্রকাশিত হয়। এরপর দীর্ঘ বিরতির পর কাব্যহিল্লোল ও কাব্যকরবী নামে আরও ২টি একক কাব্যগ্রন্থ ২০২১, ২০২২ সালে একুশে বইমেলায় সপ্তর্ষি প্রকাশন হতে প্রকাশিত হয়। এছাড়া বেদনার কোন রঙ নেই, হৃদয়ে একুশ, স্বপ্নের সোহাগী, বাসন্তী, স্বপ্ন আমার কবি হবো, রক্তে ভেজা মাটি, জন্ম শত বর্ষে শেখ মুজিব, কাব্যের কলতান, ছন্দলতা, শেষ বিকেলের কবিতা, জলনূপুরের কান্না, রক্ত নদীর বাকে, ছন্দলতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, নির্জন কাব্য নিকেতনসহ অসংখ্য যৌথ কাব্যগ্রন্থে কবির কবিতা প্রকাশিত হয়েছে। আমরা কবির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ