মোস্তাফিজ জুয়েল

প্রথম পাতা » জীবনী » মোস্তাফিজ জুয়েল


 মোস্তাফিজ জুয়েল

মোস্তাফিজ জুয়েল একজন গুণী লেখক ।লেখার শুরু ছোটবেলা থেকেই। একাডেমিক শিক্ষার সমাপ্তি ঘটেছে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে। তবে শিক্ষা জীবনের শুরু থেকেই বৃত্তের বাইরে গিয়ে পড়তে ভালোবাসতেন। শিক্ষক পিতার কাছ থেকে বুঝে নিয়েছেন মানবিক মূল্যবোধের পাঠ। তাই চারপাশের নানা বিষয়ে নাড়া দিতে থাকে তার মন। ফলে প্রকৃতি, পরিবেশ ও মানুষের যাপিত জীবনই তার লেখার উপজীব্য। কোনো ধরনের অসঙ্গতিকে কখনো মুখ বুজে সহ্য না করে প্রতিবাদের হাতিয়ার হিসেবে সঙ্গী করেছেন লেখাকে। প্রাত্যহিক জীবনযাপনের পাশাপাশি নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। জন্ম ১৯৮৬ সালে। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভাটই গ্রামের নির্মল আলো-বাতাসে কেটেছে জীবনের বেশিরভাগ সময়।তার রচিত বই ‘গল্পগুলো ছোট নয়’, ‘শুধুই প্রেম নয়’ ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ