রাসেল আহমেদ

প্রথম পাতা » জীবনী » রাসেল আহমেদ


 রাসেল আহমেদ

রাসেল আহমেদ-একজন লেখক।তার এর জন্ম ময়মনসিংহে কিন্তু বাবার চাকুরীর সুবাদে বেড়ে উঠা ঢাকাতে। লেখকের বিশ্বাস সময় থাকতে নিজেকে চিনতে না পারলে আর সময়ের কাজ সময় মত করতে না পারলে জীবনের চাওয়া আর পাওয়ার মাঝে আকাশ পাতাল তফাত চলে আসে। তাই নিজেকে চেনা আর সময়ের মূল্য দেয়া জরুরী বলে মনে করেন। নিজের কলমকে সমাজের আয়না বানিয়ে ভুল-ভ্রান্তিগুলো খোঁজার চেষ্টা করেন….তার লেখা বইয়ের নাম-’মিরর এ মরিচিকা’।

তথ্যসূত্র: .২০২২ সালে প্রকাশিত ‘মিরর এ মরীচিকা’ গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ