জুয়েল মাহমুদ

প্রথম পাতা » জীবনী » জুয়েল মাহমুদ


 জুয়েল মাহমুদ

তরুণ কবি জুয়েল মাহমুদ ১৯৯২ সালের ৫ই জুন নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার পটুয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা খুরশেদ আলম গায়ের সাদামাটা একজন কৃষক ছিলেন। মাতা মোছাঃ হেলেনা খাতুন গ্রামীণ সরল জীবনে অভ্যস্ত একজন ধর্মভীরু গৃহিনী। ছয় ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। নিভৃত পল্লীতে কবির ছেলেবেলা কাটতো দুরন্তপনায়। ভরদুপুরে জঙ্গলে জঙ্গলে গিয়ে পাখির বাসা খুঁজতো। চৈত্রের পুকুরে দুষ্ঠ ছেলেদের সাথে লাফাতো। শ্রাবণের মেঘ-বাদলের দিনে হৈ-চৈ করতো। আম কুড়াতে যেত পাড়ায় পাড়ায়। সন্ধ্যায় বাবার হাত ধরে গ্রামের হাটে যেত। আর রাতে মায়ের স্নেহের আঁচল ধরে চুপটি করে ঘুমিয়ে পড়তেন। তবে অকালে বাবার মৃত্যুতে কবির রঙের কৈশোর নষ্ট হয়েছিল। ডানপিটে দুরন্ত জীবন থেমেছিল চুপ হয়ে। বাস্তবতার সিঁড়ি বেয়ে স্বাভাবিকে ফিরলেও উচ্ছ্বাস আসেনি আর কোন দিন। অনেকটা ভাবুক হয়েই জম্ম হয়েছিল কবি প্রতিভার। স্কুল জীবন থেকে লেখা-লেখি শুরু করলেও কলেজ জীবনে এসে ভাবনার প্রতিফলন ঘটে। অক্ষরে-অক্ষরে ফুটিয়ে তোলেন প্রথম উপন্যাস “না বলা কথাগুলো লিখে দিলাম” তারপর লেখেন প্রথম কাব্য “বসন্ত দুপুর” আর এখন তৃতীয় লেখা ‘অন্ধকারের কাব্য কথা’ বইটি

তথ্যসূত্র: .২০২২  সালে প্রকাশিত  ‘অন্ধকারের কাব্য কথা’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ