ডা: আম্বীয়া জাহান মুক্তা

প্রথম পাতা » জীবনী » ডা: আম্বীয়া জাহান মুক্তা


ডা: আম্বীয়া জাহান মুক্তা

ডা: আম্বীয়া জাহান মুক্তা ১৯৮২ সালের ০৭ জানুয়ারি মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার ইউনিয়নের রামেরগাঁওয়ে জন্মগ্রহণ করেন। দনিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিকম পাশ করে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করেন। পিতা ডা: শেখ আলাউদ্দিন, মাতা : মনোয়ারা বেগম । তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়।
শখ: ছোট বেলা থেকে তিনি বই পড়তে খুব ভালোবাসেন, বইটা যাই হোক গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ। এছাড়া গান শুনতে ও ঘুরে বেড়াতেও ভালোবাসেন। তিনি সবসময় গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। আশার আলো নামক দুঃস্থ ও আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি । তিনি মনে প্রাণে আওয়ামীলীগ এর একজন সৈনিক। ছাত্র জীবন থেকেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। ২০০৪ সালে শ্যামপুর থানা বংঙ্গবন্ধু পরিষদের সাথে জড়িত হন। গ্রামীণ লেখক এসোসিয়েশন বাংলাদেশ- এর সহ-সভাপতি ।
রাজনৈতিক পরিচিতি : শ্যামপুর থানা বঙ্গবন্ধু পরিষদের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা (সাবেক)। কদমতলী থানার বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মহিলা সম্পাদিকা (সাবেক)। স্বাধীনতা হোমিও চিকিৎসক পরিষদ (স্বাহচিপ)-এর সহ-মহিলা সম্পাদিকা (ঢাকা মহানগর)।
নবম, দশম ও একাদশ জাতীয় নির্বাচনে পোলিং এজেন্ট হিসেবে তিনি সক্রীয় ভূমিকা পালন করেন। এছাড়াও সিটি নির্বাচনে পোলিং এজেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
ওয়ান ইলেভেন ও তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন সংগঠনের দুঃসময় চলছিল তখন দলের পক্ষে তিনি ও তার পরিবার সংগ্রামী ও সাহসী ভূমিকা রাখেন।তার লেখা বই-’শেখ হাসিনার আদরের রাসেল’।

তথ্যসূত্র: .২০২২  সালে প্রকাশিত  ‘শেখ হাসিনার আদরের শেখ রাসেল’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ