সুরমা জাহিদ

প্রথম পাতা » জীবনী » সুরমা জাহিদ


 সুরমা জাহিদ

আটকেপড়া বাঙালি,একাত্তর এবং আমরা, The Anguish of Oppressed Women in 1971, WE THE WAR BABIES “কবিতা: অন্যরকম চাওয়া, অবরোধের অধিকার ।
উপন্যাস: খন্ডক, আজ বসন্তের দিন, সোনার পালঙ্কে আমি একা ।
ছোটগল্প: না! আর যাব না ৷
ভ্রমণ: দেখে এলাম সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকার গল্প ।
প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কার/ সম্মাননা/ পদক: বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব পদক ২০২১, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৭, অনন্যা শীর্ষদশ ২০১৬, বঙ্গবন্ধু ১০০ জন্মোৎসব প্রজন্ম ৭১ সম্মাননা ২০২০, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ প্রদত্ত আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা-২০২২, হবিগঞ্জ জেলা প্রশাসন প্রদত্ত সম্মাননা স্মারক ২০১৬, সূফি মোতাহার হোসেন সাহিত্য পুরস্কার ২০১৪, প্রজন্ম সম্মাননা ২০১৫, নরসিংদী জেলা প্রশাসন প্রদত্ত সম্মাননা স্মারক ২০১৯, পাঞ্জেরী ছোট কাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার ২০২০, কবি সুফিয়া কামাল সাহিত্য পুরস্কার ২০০৬, দক্ষিণ বাংলা সাহিত্য সংস্কৃতি পদক ২০০৪, কুমারখালী সাহিত্য পুরস্কার ১৯৯৯, বিন্দুবিসর্গ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ স্মৃতিপদক ২০১৯, ড. এম এইচ ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০১৯। তিনি বাংলা একাডেমি-এর ফেলো, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ-এর সদস্য এবং বহু সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত।

তথ্যসূত্র: .২০২৩ সালে প্রকাশিত  ‘মুক্তিযুদ্ধ এবং একটি প্রেমের গল্প’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ