ডা. নির্ঝর চৌধুরী
প্রথম পাতা » জীবনী » ডা. নির্ঝর চৌধুরী
ডা. নির্ঝর চৌধুরী জন্ম গাজীপুর জেলার কাপাসিয়া থানার পানবরাইদ গ্রামে । ছোটবেলা থেকেই আধ্যাত্মিক সাধনা করে আসছেন। শৈব ও বৌদ্ধ এ দুটো ধারার অধ্যাত্ম সাধনার সাথে জেনেটিক সূত্রেই পরিচিত । ছাত্রজীবনে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখেন। তাঁর আধ্যাত্মিক নাম ‘ব্রহ্মকৃপামূর্তি’ । বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর, কল্যাণকর, জ্ঞানভিত্তিক, মুক্তবুদ্ধির, সর্বজনীন ও আধ্যাত্মিক অনুশীলননির্ভর জীবনে বিশ্বাস করেন। তিনি বহুমাত্রিক চিকিৎসা পদ্ধতি সেনশেন্ট হেলথ (সাত্ত্বিক স্বাস্থ্য) প্রবর্তন করেন । আধ্যাত্মিক শিক্ষার জন্য স্কুল অফ স্পিরিচুয়্যাল সাইন্স (সাত্ত্বিক মিশন) চালু করেন ।
তাঁর অন্যান্য গ্রন্থ হচ্ছে— মন ও মানসতত্ত্ব, রঙ মনোবিজ্ঞান, সনাতন ধর্মমত জিজ্ঞাসা, অগ্রগতির পথ, সাত্ত্বিক ধ্যান, আকু- ইমপাল্স, ফ্যামিলি হেলথ, পারফেক্ট স্টুডেন্ট হেলথ, মানস শোষণ, ফুড ফর লাইফ ইত্যাদি।
তথ্যসূত্র: .২০১৩ সালে প্রকাশিত ’ছোট দের সনাতন ধর্মমত’ গ্রন্থ থেকে সংকলিত।