শামস মনোয়ার ( shams monower )

প্রথম পাতা » জীবনী » শামস মনোয়ার ( shams monower )


শামস মনোয়ার

শামস মনোয়ার 

জীবনবোধের নিগূঢ় অনুভূতিগুলো অনন্য সৃজনশীলতায় বহুমাত্রিক চিন্তাকল্পে ভিন্নতার অসাধারণ আঁখরে বাঙময় । তিনি একজন দোভাষী কবি, লেখক, গীতিকার ও কর্মের সফল অনুরাগী। জন্ম মুক্তিযুদ্ধের সময় সম্ভ্রান্ত অনুসারে ও বেড়ে ওঠা এই নগরে । পড়াশোনা মাতৃভূমি ও যুক্তরাষ্টে।
সৃষ্টিশীলতায় বিভিন্ন কাতারে তৈরি করেছেন ভিন্ন মাত্রা। প্রিন্ট, ইলেকট্রনিক ও সোস্যাল মিডিয়াতে সরব উপস্থিতি যোগ করেছে ভিন্ন ধারা। চেতনায় ধারণ করেন তিনি মুক্তিযুদ্ধ, দেশ ও জাগতিক শুভ কামনা ।
নিজেস্ব স্বকীয়তায় অনুধাবিত চেতনা লেখনীতে বহিঃপ্রকাশ ।

 তথ্যসূত্র: ২০২৪ সালে প্রথমা গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ