হাসান কল্লোল

প্রথম পাতা » জীবনী » হাসান কল্লোল


 হাসান কল্লোল

হাসান কল্লোল
একজন কবি কবি ধরনের মানুষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের জীবন কাটিয়েছেন। ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবিতা পরিষদের সেক্রেটারি এবং সাহিত্য সমিতির সাধারণ সম্পাদক। লিখছেন আশি দশকের মাঝামাঝি থেকে! তিরানব্বই সালে সরকারি চাকুরে হওয়ার পর থেকে নিয়মিত অফিসে যান অনিয়মিতভাবে কবিতা লেখেন!
আবৃত্তিকার হিসেবেও তিনি সংস্কৃতির জগতে পরিচিত!
ছাত্রজীবনের কবি কল্লোল অবিরত লিখতে না পারার অনেকটা মনঃকষ্টে বলেন- কত কবিতার ভাবনা, আবেগ; কত চরণ শুরু করতে করতেই হারিয়ে গেছে জনগুরুত্বপূর্ণ আদেশ পালনে আর প্রশাসনিক দায়িত্বের চাপে তাকে দিতে হয়েছে বিসর্জন।
এই কবি হওয়ার সম্ভাবনা নিয়ে জন্মানো মানুষটি এখন সরকারের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা। তিনি মানুষের সেবা করার এই সুযোগ পেয়েও গর্বিত
তার দীর্ঘ প্রায় নিশ্চুপ কাব্যময় জীবনের অর্ধশত কবিতা নিয়ে কাব্যগ্রন্থ স্বাধীনতার ৫০ বছর পূর্তির অনন্য সময়ে প্রকাশ পেয়েছে এবং এর ইংরেজি অনুবাদ হয়েছে এতেই তিনি খুশি! পঞ্চাশজন পাঠক পড়ে তৃপ্ত হলেই হাসান কল্লোল আপ্লুত হবেন।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ