আব্দুল আজিজ
প্রথম পাতা » জীবনী » আব্দুল আজিজ
আব্দুল আজিজ ৬ ফেব্রুয়ারী রাজশাহী জেলার সদর থানা বোয়ালিয়ার, দিয়াড় খিদিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম মোঃ আব্দুল ওয়াহেদ, মা-সুফিয়া খাতুন (সুরজান) । ১৯৬৪ সালে মাসকাটা দিঘী হাই স্কুল থেকে এস.এস.সি করার পর রাজশাহী কলেজ থেকে বাংলা সাহিত্যে স্নাতক সম্মানসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। রাজশাহী কলেজে পড়ার সময় দেয়াল পত্রিকায় ছোটগল্প লেখা দিয়ে শুরু । কলেজে পড়ার সময়ই নবীন বরণ অনুষ্ঠানের জন্য মঞ্চ নাটক লেখা ও পরিচালনা করা। মাঝে মাঝে কিছু কবিতা ও গান লিখলেও লেখার ব্যাপারে অলসতার কারনে এবং বেতারে গুরুত্বপূর্ণ পদে চাকরির দায়িত্ব পালনের ফলে খুব বেশি লেখা হয়নি- দুটি মঞ্চ নাটক, কয়েকটি বেতার নাটক ও টিভি নাটোক ছাড়া। এ নাটকগুলোর মধ্যে কয়েকটির নাম : রিহার্সাল, আড়ালে, সেতু, পদ্মাপাড়ের গল্প, ইত্যাদি।
বিভিন্ন গুণীজন এবং রাজশাহীর নাট্যচর্চা সম্পর্কে গবেষণামূলক কিছু রচনা তাঁর ভান্ডারে আছে । যা পুস্তকাকারে ধারাবাহিক ভাবে প্রকাশের কাজ চলছে । আব্দুল আজিজ একজন সফল অভিনেতা এবং নাট্য পরিচালক। ১৯৬৪ সালে তদানীন্তন রেডিও পাকিস্তান রাজশাহীতে নাট্যশিল্পী হিসেবে কন্ঠস্বর পরিক্ষায় উত্তীর্ন হন এবং তারপর থেকেই বেতারের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ ও পরিচালনা ও প্রযোজনা করে আসছেন বর্তমান পর্যন্ত।
তথ্যসূত্র: .২০২২ সালে প্রকাশিত ‘নাটক সমগ্র’ গ্রন্থ থেকে সংকলিত।