সাহানারা বেগম
প্রথম পাতা » জীবনী » সাহানারা বেগমস্বমহিমায় নিজস্ব আদর্শ ও বিশ্বাস নিয়ে এগিয়ে চলা একজন সমাজ সচেতন মানুষ। পরিবার ও সমাজের অসঙ্গতির বিষয়ে তীব্র প্রতিবাদী ও সত্য ব্রতী। তিনি বরিশাল কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান জনাব আব্দুল ওয়াহেদ মিঞার কনিষ্ঠা কন্যা। ইতোপূর্বে তার আরও তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছে।
সামাজিক অবস্থানের কারণে কবির দেশে বিদেশের বিভিন্ন অবস্থানে অবস্থিত সমাজ ও পরিবারের বিচ্যুতি ও অসঙ্গতি দেখা ও উপলব্ধি করার সুযোগ হয়েছে। প্রকৃতি থেকে সময়ান্তর শিক্ষা গ্রহণে তার ঝোঁক নিত্য দিনের বিষয় । আওতাভুক্ত সীমার মধ্যেকার পারিবারিক অসঙ্গতি ও বৃহত্তর পরিবারের ক্রম অবক্ষয়ের বিপরীতে নিজের সীমাবদ্ধ কঠোর অবস্থান লেখার মাধ্যমে অব্যাহত রখেছেন। কবির লেখা কবিতাসমূহ যেন অতিক্রান্ত সময়ের প্রেক্ষাপটে সমাজ ও পরিবারের ঘটে যাওয়া খণ্ড ঘটনার প্রতিচ্ছবি ।
“সময়ের দর্পণ” তার লেখার কিছু অংশ মাত্র। আশা করি বইটি পাঠকদের অনুপ্রাণিত করবে, কোনো কোনো ক্ষেত্রে নিজেরই জীবনের ঘটনার প্রতিচ্ছবি বলে মনে হবে । লেখিকা একজন প্রকৃতি প্রেমিক, সমাজসেবক ও মহিলা সংগঠক। স্বামী, দুই ছেলে এক মেয়ে, পুত্রবধূ ও ফুটফুটে এক নাতনি নিয়ে তার পারিবারিক জীবন ।
তথ্যসূত্র: .২০২২ সালে প্রকাশিত ‘সময়ের দর্পণ’ গ্রন্থ থেকে সংকলিত।