জে. আলী

প্রথম পাতা » জীবনী » জে. আলী


জে. আলী

হুমায়ুন পরবর্তী বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় লেখক জে. আলী । তার লেখায় টান আছে, আছে পাঠককে মন্ত্রমুগ্ধের ন্যায় ধরে রাখার চমৎকার লেখনীশৈলী। ১৯৭৯ সালের ৩ মার্চ টাঙ্গাইল শহরের পূর্ব পাশের পয়লা গ্রামে জন্ম নেওয়া এই লেখক পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে। ‘লাবনী পয়েন্ট’ তাঁর প্রথম গল্পগ্রন্থ। জীবনের প্রয়োজনে অধ্যাপনা করলেও লেখালেখিই তার ব্রত। ভালোবাসেন বই পড়তে, দুষ্প্রাপ্য বই সংগ্রহ করতে। সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন মিডিয়া জার্নালিস্ট ফোরাম অ্যাওয়ার্ড-২০১৯ এবং ‘অভিশাপ’ উপন্যাসের জন্য পেয়েছেন মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২০। বর্তমানে অধ্যাপনা
করছেন, ইউনিভার্সিটি অব স্কলার্স-এ ।

তথ্যসূত্র .২০২২  সালে প্রকাশিত  মানসিক চাপমুক্ত এক  সুখী জীবনের লক্ষ্যে  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ