মেজবাহ উদ্দিন
প্রথম পাতা » জীবনী » মেজবাহ উদ্দিনজন্ম গাজীপুর জেলার শ্রীপুরের প্রহলাদপুর গ্রামে। পারিবারিক ডায়েরি থেকে জানা যায়, বাংলা ১৩৭৪ সালের ১৮ আশ্বিন, ইংরেজি ১৯৬৭ সালের ৬ অক্টোবর জন্মগ্রহণ করেন । পিতা: আবদুল আলী মাস্টার, মাতা : মালেকা খাতুন ।
তিনি একাডেমিক শিক্ষায় স্নাতক । বাংলাদেশ টেলিভিশনের নাট্যকার ও গীতিকার এবং বাংলা একাডেমির সদস্য। কবিতায় পেয়েছেন “স্বভাব কবি গোবিন্দ চন্দ্র দাস” পুরস্কার। তিনি দীর্ঘদীন সাংবাদিকতার পেশায় ছিলেন, বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন ।
:
প্রকাশিত কবিতার বই : গহীন অন্তরালে-১৯৯৭, ভালোবাসার হাতকড়া সোন্দরের হাজতবাস-১৯৯৯, বিরহের কাঁটা আঁখির জল-২০০০, অতলে সোনালী মেঘ-২০০০, সুন্দরের জন্য কষ্ট-২০০১, তৃষিত নদীর চোখ-২০০২, মাটির মত আঁখি-২০০৩,সুন্দরে অঁ কি অবিনশ্বর- ২০০৪, আমার শূন্যতায় তোমাকে বাঁধি-২০০৫, আমার অন্ধত্বে তোমার দেখা-২০০৬, গভীরে অনন্ত আলো-২০০৭, অনাকাঙ্ক্ষিত অন্ধকার-২০০৭, নিরব
তোমার স্বরূপে-২০০৮, আমার গীতি কবিতা-২০০৯, অন্ধকারে সুন্দর-২০০৯, ছায়ায় বসবাস- ২০১০, স্বপ্ন বুননের বসবাস-২০১০, মেঘ-২০১০, অবনত অবয়ব-২০১১, আগুন তুমি আগুন হও-২০১২,গোপনে গভীর জল-২০১৩, মাটি ও মেঘের কাব্য- ২০১৪, তুমি নিঃসঙ্গ আমার- ২০১৫, আমাকে ছুঁয়ে দেখো- ২০১৬, কবিতায় বায়ান্ন ও একাত্তর- ২০১৬, প্রত্যাশিত কবিতা-২০১৬ ।
প্রকাশিত উপন্যাস : অবাধ্য ভালোবাসা-১৯৯৭, অসমাপ্ত আঁধার-২০১১, নন্দিত কষ্ট-২০১৩, সুমিত্রা-২০১৬।
তথ্যসূত্র .২০১৭ সালে প্রকাশিত নির্বাচিত কবিতা গ্রন্থ থেকে সংকলিত।