সেলিনা শিউলি

প্রথম পাতা » জীবনী » সেলিনা শিউলি


সেলিনা শিউলি

সেলিনা শিউলি  একজন মুসলিম বাঙালি কবি ও সাহিত্যিক। তার পুরো নাম মোসা. সেলিনা আক্তার সিদ্দিকা। ছোটবেলা থেকেই তিনি সাহিত্যানুরাগী। পিতার একান্ত সহযোগিতায় সেই ছোট্টবেলা থেকেই স্কুলের ‘দেয়ালিকা’সহ বিভিন্ন পত্র-পত্রিকায় তিনি নিয়মিত লিখতেন ।
সেলিনা শিউলি ২৪ এপ্রিল বরিশাল বিভাগের ভোলা জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মো: মফিজুল ইসলাম এবং মাতার নাম সৈয়দা রাশিদা ইসলাম। একটি সুশিক্ষিত ও সাহিত্যানুরাগী পারিবারিক পরিবেশে তার বেড়ে ওঠা। তিনি বরিশাল বি.এম. কলেজ থেকে অর্থনীতিতে অনার্স ও মাষ্টার্স ডিগ্রি অর্জন করেছেন । একজন শিক্ষিকা হিসাবেও তিনি দীর্ঘদিন কর্মরত ছিলেন। বর্তমানে লেখালেখি নিয়ে তিনি ব্যস্ত সময় অতিবাহিত করছেন। প্রকৃতি, প্রেম ও মানবতাবোধ তার লেখার প্রধান উপজীব্য বিষয়। এ পর্যন্ত তার সাতটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে।

তথ্যসূত্র: .২০২২  সালে প্রকাশিত   ’বাসন্তী সন্ধ্যা’  গ্রন্থ থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ