মো. মোশারফ হোসেন (Md. Mosarof hossain)

প্রথম পাতা » জীবনী » মো. মোশারফ হোসেন (Md. Mosarof hossain)


মো. মোশারফ হোসেন

লোক সংস্কৃতি ও সুফি গবেষক মো. মোশারফ হোসেন ১৯৬৭ খ্রি. ১১ ফেব্রুয়ারি মানিকগঞ্জ সদর সদর উপজেলার উপজেলার পুটাইল ইউনিয়নের চরঘোস্তা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন । তার মায়ের নাম বেগম সুন্দরজান এবং পিতার নাম নেফাজ উদ্দিন মাতবর। ১৯৮২ খ্রি. মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে প্রথম বিভাগে এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হন । সরকারি দেবেন্দ্র কলেজে থেকে বিজ্ঞান বিভাগে ১৯৮৬ খ্রি. গ্রাজুয়েশন ডিগ্রী লাভ করেন। তারপর প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে এম.এসসি. ডিগ্রী লাভ করেন । তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন অধ্যয়ন কাল থেকেই লেখালেখির সাথে যুক্ত ছিলেন। তার প্রকাশিত গ্রন্থ “মানিকগঞ্জের সুফি সাধক”, “মানিকগঞ্জের লোক ঐতিহ্য”, “মানিকগঞ্জ লোক শিল্পী”, বাংলা একাডেমি থেকে প্রকাশিত “লোক সংস্কৃতির বিকাশ- মানিকগঞ্জ” ও আন্দোলনে মানিকগঞ্জ”। তিনি লেখক ও গবেষক হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ “মাদার তেরেসা” পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও তিনি স্থানীয়ভাবে অনেক ক্রেস্ট ও সম্মাননা পেয়ে সংবর্ধিত হয়েছেন।

তথ্যসূত্র: .২০১৪  সালে  প্রকাশিত  ‘লোক শিল্পী’  গ্রন্থ  থেকে সংকলিত।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ