নিলুফা সুলতানা লিপি

প্রথম পাতা » জীবনী » নিলুফা সুলতানা লিপি


 নিলুফা সুলতানা লিপি

নিলুফা সুলতানা লিপি পিতা: মকবুল হোসেন চৌধুরী মা: ফয়জুন নাহার চৌধুরী।জন্মঃ ২৫ সেপ্টেম্বর,ঠিকানা: ১১৪/২ বড়বাজার আ/এ আম্বরখনা সিলেট ৩১০০।
নব্বই দশকের শেষ ৫ বছর সিলেটের সাহিত্যাঙ্গন, বিভিন্ন সাহিত্য আড্ডা আর দৈনিক পত্রিকার সাহিত্য পাতাগুলো মাতিয়ে রাখছিলেন যে কয়জন (নারী) সংগঠক-কবি নিলুফা সুলতানা লিপি তাদের মধ্যে একজন। স্কুল জীবন থেকেই শুরু হয় লেখালেখি, মাঝে মধ্যে মায়ের কাছ থেকে ২,৩ লাইন যুগ হতো কবির কবিতায়, কবির বড় ভাই সাহিত্যের মৌন প্রদর্শক বলা যায়, তিনি নিজেকে কবি বলে পরিচয় দিতে লাজ্জা বোধ করেন, তিনি নিজেকে একজন সংস্কৃতি কর্মী হিসেবে পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করেন, কবির অন্যান্য যৌথ কাব্যগ্রন্থ,
(১) তোমার জন্য ১৯৯৭ ইং
(২) দিগন্ত আজ বৃষ্টি ভরা ১৯৯৮ ইং
৩) তার পর সব কিছু গল্প হয়ে যায় ১৯৯৯ ইং
(৪) বাসাপ ২০১৭ ইং
মাঝখানে অনেকগুলো বছর সাহিত্য থেক দূরে থাকলেও কবিতার ছন্দ কবির দরজায় আঘাত করত প্রতিনিয়ত তাই সরে যেতে পারেননি একেবারে তাই এবার ফিরে এলেন একক কবিতার বই নিয়ে ‘ইতরের বুকে বালি উড়াই’ । কবি নিলুফা সুলতানা লিপি শুধু কবিতায় নয় তিনি বাংলাদেশ বেতার সিলেটের তালিকা ভুক্ত নাট্যশিল্পী, উপস্থাপক ও আবৃত্তি শিল্পী প্রায় ২৩ বছর ধরে কাজ করে আসছেন, সিলেট নোলক সোস্যাল এন্ড কালচারাল এসোসিয়েসন নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক, সেখানে গান, আবৃত্তি, চিত্রাঙ্কন শেখানো হয়, সেই সাথে সমাজ সেবামূলক কাজ করছেন নোলক সংগঠন থেকে ১০ বছর হয়। এই সংগঠনের পেছনে যারা অনুপ্রাণিত করেছেন, মা ফয়জুন নাহার চৌধুরী, ইলিয়াস হোসেন, স্যার সাহাদাৎ হোসেন নিপু, যারা কবির অবচেতন মনকে জাগ্রত করেছেন ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ