জেসমিন সুলতানা
প্রথম পাতা » জীবনী » জেসমিন সুলতানা
জেসমিন সুলতানা ,বাবা: মোঃ দেলোয়ার হোসেন মা: রাবেয়া হোসেন।জন্ম: ২০ জানুয়ারি ১৯৬৯ কুড়িগ্রাম জেলার চিলমারী ।
এসএসসি চিলমারী গার্লস হাই স্কুল, এইচএসসি ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ ঢাকা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন । ১৯৮৮ সালে আবু মনসুর হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন । তিনি দুই পুত্ৰ সন্তান বৈমানিক রিফাত মনসুর ও মালয়েশিয়াতে অধ্যয়নরত রায়াত মনসুর এর জননী । স্কুলজীবনে দেয়াল পত্রিকায় লেখালেখি শুরু। পরবর্তীতে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা প্রকাশিত হয়।’নক্ষত্রর নীল চোখ’ তার লেখা বই। এটিই প্রথম তাঁর প্রকাশিত গ্রন্থ। কবি একজন সৌখিন আলোকচিত্রী । নিয়মিত সাহিত্যচর্চা করে যাচ্ছেন তিনি।