তাসলিমা বেগম (Taslima Begum)

প্রথম পাতা » জীবনী » তাসলিমা বেগম (Taslima Begum)


তাসলিমা বেগম

তাসলিমা বেগম, স্বামী: মোহাম্মদ মাইন উদ্দিন হোসেন মজুমদার, মাতা: মাহমুদা খাতুন, পিতাঃ মৃত সামছুল হক। তিন ভাই তিন বোনের মধ্যে সবচেয়ে ছোট। পড়াশোনাঃ বাড়ির পাশেই উত্তর শিদলাই প্রাইমারি স্কুল থেকে পঞ্চমশ্রেণী, শিদলাই আশরাফ হাইস্কুল থেকে এসএসসি স্টার মার্কসহ প্রথম বিভাগে উত্তীর্ণ, শিদলাই আমির হোসেন জোবেদা কলেজ থেকে দ্বিতীয় বিভাগ এবং কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিএ পাস করেছেন। পেশাঃ সরকারি চাকরি। তিন ছেলে সন্তানের জননী তিনি। লেখালেখির হাতে খড়ি বিশেষ করে প্রকৃতি প্রেম থেকে। যেহেতু তার মা ছিলেন পাকিস্তান আমলের শিক্ষিত এবং বিনা পারিশ্রমিকে কুরআন শিক্ষা দেয়া, নামাজ শিক্ষা দেয়া, হামদ, নাত ও ইসলামি গজল গাওয়া ছিল তার মায়ের সখ। মূলত বংশগত শিক্ষার আলোয় আলোকিত কবি প্রকৃতিতে ফুটে থাকা অজস্র নামহীন ফুল, লতা পাতা ও বৃক্ষ প্রেম থেকেই ছোট ছোট ছন্দ কথায় কমেন্ট করতে করতে এক পর্যায়ে লেখা শুরু করেন। ইতোমধ্যে ১টি একক কাব্যগ্রন্থ আঁধারে দ্বীপান্বিতা” ও ১৫ টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। আরও ২টি প্রকাশের কার্যক্রম চলছে । বর্তমানে তিনি একাধারে গীতিকার, সুরকার, কবি ও গল্প লেখায় ব্যস্ত রয়েছেন। ভবিষ্যতে আত্মজীবনী মূলক লেখা ও উপন্যাস লেখার ব্রত আছে। এই বইটি কবির ২য় একক
কাব্য গ্রন্থ “আঁধারে অবগাহন” শিরোনামে প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্যে চারটি উল্লিখিত কবিতা: চলে গেলে কিছু না বলে, অনাবিল ভালবাসায়, মিথ্যের বেসাতি, প্রিয়, হে আমার রব-শিরোনাম নামের কবিতাসহ আরও অনেক কবিতা বিভিন্ন দৈনিক ও অন লাইন পোর্টাল, সাপ্তাহিক ম্যাগাজিন ও দুটো জনপ্রিয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সাপ্তাহিক প্রতিযোগিতা, পাক্ষিক প্রতিযোগিতা ও দিনের সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। এপর্যন্ত ছয়টি সেরা কবিতা আবৃত্তির ভিডিও ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

তথ্যসূত্র .২০২৩ সালে প্রকাশিত আধাঁরে অবগাহন  গ্রন্থ থেকে সংকলিত।




আর্কাইভ