মোনায়েম সরকার

প্রথম পাতা » জীবনী » মোনায়েম সরকার


মোনায়েম সরকার

শতাধিক গ্রন্থের প্রণেতা ও সম্পাদক। শুধু গ্রন্থ প্রণয়ন ও সম্পাদনাই নয়- বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক ছয়টি থিমেটিক ম্যাপ ও বাইশ পর্বে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র নির্মাণ করেন । তিনি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের (বিএফডিআর) মহাপরিচালক । বাংলা একাডেমি কর্তৃক দুই খণ্ডে প্রকাশিত বঙ্গবন্ধুর জীবনী গ্রন্থ সম্পাদনা করে অনন্য ভূমিকা রেখেছেন । মুক্তিযুদ্ধসহ এ দেশের বিভিন্ন গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে তাঁর রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে পুনর্গঠন করার ক্ষেত্রে দেশে-বিদেশে অবস্থান করে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতে এ ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন তিনি। ২০১৩ সালে বাংলা একাডেমি তাঁকে ফেলোশিপ দিয়ে সম্মানিত করেছে। জীবনের দীর্ঘ সময় তিনি রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। বর্তমানে তিনি লেখালেখি ও গবেষণার কাজে নিয়োজিত মোনায়েম সরকার ১৯৪৫ সালের ৩০ মার্চ কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেহাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন ।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ