কাজী নুসরাত সুলতানা
প্রথম পাতা » জীবনী » কাজী নুসরাত সুলতানাজন্ম ১৯৪৭ সালের ২৭শে অক্টোবর কোলকাতায়, বাবার কর্মস্থলে। তার পিতা জনাব কাজী নূরুল হক ছিলেন পেশায় শিক্ষক; প্রধানত: টিচার্স ট্রেনিং কলেজে অধ্যাপনা করার পর রেসিডেনশিয়াল মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর লাভ করেন। তার মাতা বেগম কামরুননেসা ছিলেন গৃহিনী। পিতামহ ছিলেন কালজয়ী কথাসাহিত্যিক কাজী ইমদাদুল হক ।
দর্শনশাস্ত্রে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের লেখাপড়ার ভিত্তি এবং পেশাগত প্রশিক্ষণ বি.এড ও এম.এড পাঠ্যধারায় শিক্ষাশাস্ত্রটির পড়াশোনা ও শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে অধ্যাপনা, সর্বোপরি পিতামহ ও পিতার ঐতিহ্য কাজী নুসরাত সুলতানাকে দেশের শিক্ষাদর্শন ও শিক্ষাব্যবস্থা নিয়ে ভাবতে উদ্বুদ্ধ করে। ভাবনার ফল স্বরূপ রচিত হয়েছে নানা প্রবন্ধ । তিনি সৃজনশীল সাহিত্য চর্চাও করেছেন ছোটবেলা থেকে । তৎকালীন পূর্ব পাকিস্তানে ‘আজাদ’, ‘ইত্তেফাক’ ও ‘বেগম’ পত্রিকায় তার কবিতা ও ছোটগল্প প্রকাশিত হয়েছে। তিনি ১৯৭৫ সালে টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকাতে চাকরি শুরু করে ২০০৫ সালে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন । ২০০৫ থেকে ২০০৬ পর্যন্ত সাউথইস্ট বিশ্ববিদ্যালয়-এ তিনি দর্শন বিষয়ে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি একটি শিশুশিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ তিনি তার পিতামহ ‘আবদুল্লাহ’ উপন্যাসের রচয়িতা কাজী ইমদাদুল হক প্রতিষ্ঠিত ‘শিক্ষক’ নামক মাসিক পত্রিকা পুনঃপ্রকাশ ও সম্পাদনার দায়িত্ব পালন করছেন তিনবছর। বর্তমানে এটি কেবল অনলাইনে প্রকাশিত হচ্ছে।
প্রকাশিত গ্রন্থসমূহ:
সিক্ত যুথীর গন্ধ বেদন, কাব্যগ্রন্থ, কাশবন প্রকাশনা, ১৯৯৯; ছড়ার ছড়া, শিশুতোষ ছড়াগ্রন্থ, শুদ্ধস্বর, ২০০৯; মায়ের জন্য, শিশুতোষ গল্পগ্রন্থ, বনলতা প্রকাশনী, ২০১০; শিক্ষাদর্শন ও বাঙ্গালী মানস, প্রবন্ধ সংকলন, নান্দনিক, ২০১১; ভাষা শিক্ষা স্বকীয়তা, প্রবন্ধ সংকলন, নান্দনিক, ২০১২: রবীন্দ্র শিক্ষাদর্শন, সানসিটি পাবলিশার্স, ২০১৩: বাতি নেভার বেলা এলো, কাব্যগ্রন্থ, সানসিটি পাবলিশার্স, ২০১৪: অদ্ভূত উপহার, ছোটগল্প, নন্দিনী সাহিত্য ও পাঠচক্র, ২০২০। মিলনে বিরহ, ২০২২