শেখ হাবিবুর রহমান বাবু
প্রথম পাতা » জীবনী » শেখ হাবিবুর রহমান বাবু
শেখ হাবিবুর রহমান বাবু ১৯৭৪ সালের ৬ জানুয়ারি ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় সোহাগপুর গ্রামের শেখ বাড়িতে জন্মগ্রহণ করেন।
পিতা মরহুম শেখ আব্দুল হাই, মাতা মৃত মোসাম্মৎ জোহেরা বেগম। তিনি ১৯৮৯ সালে এসএসসি এবং ১৯৯১ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। উভয় পরীক্ষায় স্কলারশিপ-সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন । এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ঢাকা কলেজে অধ্যয়নকালেই সময়ের প্রয়োজনে ‘৯০-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্ররাজনীতিতে প্রবেশ। এরই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুখোড় সুদর্শন ও মেধাবী ছাত্রনেতা হিসেবে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সহ-সভাপতির পদ লাভের মধ্যদিয়ে ছাত্র রাজনীতির ইতি টানেন। তিনি গতানুগতিক ছাত্র রাজনীতির একজন সমালোচকও বটে। মনের গভীরে পুষে রাখা সৃজনশীল মেধাভিত্তিক সৃষ্টি রহস্যের প্রণোদনায় ছেঁড়া কাগজে নিগূঢ়ে-নিভৃতে লিখে ফেলে দিতে দিতে লেখক হয়ে ওঠা। সাহিত্যের সকল শাখায় বিচরণ থাকলেও কবিতা ও উপন্যাসে স্বাচ্ছন্দবোধ করেন। তাঁর প্রথম উপন্যাস ‘শেষের নায়িকা’ এবং প্রথম কাব্যগ্রন্থ ‘বিবর্ণ ভালবাসা’ প্রকাশের অপেক্ষায়। বর্তমানে তিনি ছোট গল্প লিখছেন। পেশাগত জীবনে তিনি কলেজ শিক্ষক।