অনল চৌধুরী

প্রথম পাতা » জীবনী » অনল চৌধুরী


 অনল চৌধুরী

অনল চৌধুরী ১৯৭৪ সালের ২৬ জুলাই ঢাকায় জন্মগ্রহন করেন। ১৯৭৯ সালে লিটল জুয়েলস্ বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে তার শিক্ষাজীবন শুরু হয়। বিদ্যালয় শিক্ষা শেষ করেন ১৯৯০ সালে কাকরাইলের উইলস্ লিটল ফ্লাওয়ার বিদ্যালয় থেকে । ১৯৯৭ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি,এস,এস পাশ করেন। বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে মাষ্টার্স শ্রেনীর ছাত্র। তিনি ১৯৯২ সাল থেকে বিভিন্ন জাতীয় দৈনিকে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিষয়ে এবং শিশুদের জন্য লিখছেন। তার লেখার মূল বিষয়বস্তু হচ্ছে দেশপ্রেম, জাতীয়তাবোধ ও সাম্রাজ্যবাদ বিরোধিতা। দেশের ভন্ড রাজনৈতিক নেতা, ঘুষখোর, দূর্নীতিবাজ, সন্ত্রাসী ও স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার। দেশের বিরাজমান বিভিন্ন সমস্যা এবং সেগুলোর সমাধানের উপায় নিয়েও তিনি লেখেন । ব্যক্তিগত জীবনে তিনি সৎ, নীতিবান, দেশপ্রেমিক, জাতীয়তাবাদী,স্পষ্টবাদী, পরোপকারী, দুঃসাহসী, ও অভিযান প্রিয়। প্রচলিত সমাজ ব্যাবস্থা ভেঙ্গে বিপ্লবের মাধ্যমে এক নতুন সমাজ সৃষ্টি ও সুন্দর পৃথিবী গঠনই তার জীবনের একমাত্র লক্ষ্য।তার বইয়ের নাম- এভারেস্ট বিজয়।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ