মো. শওকত হোসেন

প্রথম পাতা » জীবনী » মো. শওকত হোসেন


 মো. শওকত হোসেন

মো. শওকত হোসেন ১৯৭০ সালের ১৮ এপ্রিল বাগেরহাট জেলার অন্তর্গত কচুয়া থানার মথিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ আব্দুর রহমান এবং মাতার নাম বেগম আম্বিয়া রহমান। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয় । কচুয়া সি.এস. পাইলট হাইস্কুল থেকে ১৯৮৬ সালে এস.এস.সি., কচুয়া কলেজ থেকে ১৯৮৮ সালে এইচ.এস.সি. এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯১ সালে (অনুষ্ঠিত : ১৯৯৪) দর্শনে বি.এ. অনার্স এবং ১৯৯২ সালে (অনুষ্ঠিত ১৯৯৫) এম.এ. ডিগ্রী অর্জন করেন। ২০০৬ সালে তিনি এম.ফিল ডিগ্রী অর্জন করেন।
লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়ে দর্শন বিভাগের প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। এর পর মোহাম্মদপুর প্রিপারেটরী গালর্স কলেজে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি তেজগাঁও কলেজ -এ দর্শন বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। বিভিন্ন সময়ে তিনি ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজসহ দেশের কিছু খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানে গেষ্ট স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
জনাব হোসেনের লিখিত প্রথম গ্রন্থ সমকালীন পাশ্চাত্য দর্শনের রূপরেখা ১৯৯৮ সালে প্রথম প্রকাশিত হয়। গ্রন্থটির অভাবনীয় পাঠকপ্রিয়তা তাঁকে লেখালেখির প্রতি আন্তরিক করে তোলে। এছাড়া তাঁর লিখিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে ইমাম আল-গাযালী ও ইবনে রুশদ এর দর্শন, জর্জ এডওয়ার্ড ম্যুরের দর্শন, প্রাশ্চাত্য দর্শনের ইতিহাস: প্রাচীনকাল থেকে সমকাল ইত্যাদি। বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁর অর্ধ-শতাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি বাংলাদেশ দর্শন সমিতি’র সহ-সম্পাদক।




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ